আদমদীঘিতে আগুনে দগ্ধ আহত গৃহবধূর মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১৮:২৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১০:৪০

বগুড়ার আদমদীঘিতে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হওয়া রিতা রানী বাশফোঁর (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) মধ্য রাতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত রিতা রানী বাশফোঁর উপজেলার সদরের চরকতলা গ্রামের সোহেল বাশফোঁরের স্ত্রী। গত(২৫ আগস্ট)শুক্রবার রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছিল ওই গৃহবধূ। 

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা গ্রামে সোহেল বাঁশপোরের স্ত্রী রিতা রানী বাঁশপোর গত (২৫ আগষ্ঠ) শুত্রবার সকালে নিজ বাড়ীতে গ্যাসের চুলায় দুধ গরম করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়। ঘটনার সাথে সাথে পরিবারের লোকজন তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। প্রায় ৪দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৯ আগস্ট) মঙ্গলবার মধ্য রাতে দগ্ধ গৃহবধূ রিতা রানী বাঁশপোরের মৃত্যু হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গৃহবধূ রিতা রানী বাঁশপোর গ্যাসের চুলায় দুধ গরম করার সময় অসাবধানতাবশতঃ আগুনে দগ্ধ হয়। দগ্ধ গৃহবধূ রিতা রানী বাঁশপোর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেন। এঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত