আকাশপথে ইসরায়েলি হামলায় নিহত দুই সিরীয় সেনা
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ১৩:৩২ | আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৯
আকাশপথে ইসরায়েলি হামলায় দুই সিরীয় সেনা নিহত হয়েছেন। হামলায় সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সিরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।
সিরীয় সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে হামলার এ ঘটনা ঘটে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েল এ হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত দুজন। অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
ইসরায়েলি হামলায় এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত