আকাশপথে ইসরায়েলি হামলায় নিহত দুই সিরীয় সেনা

প্রকাশ : 2023-01-02 13:32:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আকাশপথে ইসরায়েলি হামলায় নিহত দুই সিরীয় সেনা

আকাশপথে ইসরায়েলি হামলায় দুই সিরীয় সেনা নিহত হয়েছেন। হামলায় সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সিরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।

সিরীয় সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে হামলার এ ঘটনা ঘটে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েল এ হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত দুজন। অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

ইসরায়েলি হামলায় এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হলো।