হোল্ডারের কৃতিত্বে শেষ হাসি ক্যারিবিয়দের
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১০:০৯ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ১৭ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের করা ৪ উইকেটে ১৭৯ রানের জবাবে জেসন হোল্ডার কৃতিত্বে ১৬২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
ব্রিজটাউনে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্স। শেষ দিকে অধিনায়ক কায়রন পোলার্ডের ঝড়ো ৪১ ও রভম্যান পাওয়েলের ৩৫ রানে শেষ ৫ ওভারে ৭৪ রান তোলে স্বাগতিকরা।
১৮০ রানের টার্গেটে দলকে জয়ের স্বপ্ন দেখান জেমস ভিন্স ও স্যাম বিলিংস। তবে শেষ চার বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়ে দলকে দারুণ জয় উপহার দেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।
২.৫ ওভার বল করে ২৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন হোল্ডার। গোটা সিরিজে ১৫ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। এছাড়া সর্বোচ্চ ছয়ের রেকর্ডও হয়েছে এই সিরিজে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত