বগুড়া-৪ আসনে আবারো বিএনপির মনোনয়ন পেলেন মোশারফ হোসেন
  নাজমুল হুদা
                                    
                                    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৫:৫১ | আপডেট : ৪ নভেম্বর ২০২৫, ২০:৫৭
                                        
                                    বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য পদে আবারো বিএনপির মনোনয়ন পেয়েছেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
সোমবার (৩ নভেম্বর) তিনি এ মনোনয়ন লাভ করেন। এ মনোনয়ন লাভের পর আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমাকে বগুড়া-৪ আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয় বার মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, দলের দুঃসময়ে আমরা সকলে এক সাথে কাজ করেছি, দলে সকলের অনেক অবদান রয়েছে। তাই আসুন সব মতপার্থক্য এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত