সকল প্রার্থীদের প্রতি ঐক্যের আহ্বান জানালেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
  নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
                                    
                                    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৫:৩৬ | আপডেট : ৪ নভেম্বর ২০২৫, ২০:৫৭
                                        
                                    ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ শ্রীনগর সদর বাজারে আসেন ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের জন্য এ এস পি শ্রীনগর সার্কেল এর অফিসে যান।
এরই মধ্যে মুন্সীগঞ্জ ১ আসনে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর চুড়ান্ত মনোনয়নের ঘোষণা শুনে বাহিরে অপেক্ষমান নেতা কর্মীদের  মধ্যে ব্যাপক হৈচৈ পড়ে যায় । তাৎক্ষণিক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বের হয়ে নেতা কর্মীদের ধৈর্য্য ধারন সহ সংযম পালনের নির্দেশ দেন। তিনি প্রতিদ্বন্দী সকল প্রার্থী ও তাদের সমর্থক বৃন্দকে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান । তিনি আর বলেন এতদিন যারা প্রার্থী হিসেবে মাঠ পর্যায়ে বি এন পির হয়ে ধানের শীষের পক্ষে কাজ কাজ করেছেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করেছেন, তারাও আমাদের ভাই। কারো সাথে আমাদের কোন বিভেদ থাকবেনা। আমরা আলহাজ্ব মমিন আলী ভাই, মীর শরফত আলী সপু  ভাই, ফরহাদ  হোসেনসহ সকল ভাইদের কাছে যাবো। তাদেরকে আমরা আপন করে বুকে টেনে নিবো। শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা বলেন, আপনারা কেউ ফুলের মালা দিবেন না মিষ্টি বিতরণ কিংবা আনন্দ মিছিল করবেন না। সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, দয়াকরে কেউ অতি উৎসাহী হয়ে ফেসবুকে কোন পোস্ট দিবেন না। অন্য কেউ কিছু লিখলেও আপনারা কমেন্ট করবেন না। রাত সাড়ে ৯ টায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতা কর্মীদের নিয়ে বালাসুর নতুন বাজার যান। রাঢ়ীখাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ৪ নভেম্বর যে ওয়ার্ড সভাটি অনুষ্ঠানের আয়োজন ছিলো তা তিনি এ মূহুর্তে না করার জন্য আয়োজকদেরকে অনুরোধ করে স্থগিত রাখেন। 
তিনি বলেন, আপনারা ৫ হাজার মানুষের খাবারসহ মিটিংয়ের যে বিশাল আয়োজন করেছেন, তাতে অনেক ক্ষতি হবে । আমি ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে এই সভায় আমার বড় ভাই আলহাজ্ব মমিন আলী, মীর শরফত আলী সপু এবং ফরহাদ হোসেনকে নিয়ে আপনাদের আশা পূরন করবো। এসময় আর উপস্থিত ছিলেন, আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানন, সিরাজ তালুকদার, সহিদুল ইসলাম কারাল, ফারুক মৃধা, ফারুক মোড়ল, জহিরুল ইসলাম মামুন, নুরুল ইসলাম পার্থ, জয়নাল আবেদীন মৃধা জেমস, মামুনুর রশীদ মামুন, ফয়সাল আহাম্মদ রনি, এমদাদুল হক রজিন, রাজু আহাম্মেদ, শেখ মোহাম্মদ রনি, শফিউল আলম খান আযম, মিরাজ হোসেন তানিম, সুমন মৃধা, মোহাম্মদ আলী সাগর , শাহালম, আশরাফুল ইসলাম শুভ, তোফায়েল আহমেদ তপন, তপন মেম্বার, শেখ মজিবর রহমানসহ বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত