এটাই আমার শেষ নির্বাচন, মনোনয়ন বঞ্চিতদের দল যথাযথ সম্মান দেবে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৭:০৮ | আপডেট : ৪ নভেম্বর ২০২৫, ২২:২৭
ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ২৩৭ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আসন থেকে নির্বাচন করবেন বলে জানানো হয়। তবে অন্যান্য আসনের মধ্যে বেশ কয়েক জায়গায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। এমন পরিস্থিতিতে দলের মহাসচিব বলেন, ‘এটাই আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি; বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল পোস্টে লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল। ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে।’
তিনি লিখেছেন, ‘আমার মেয়ে দুটোর হাত ধরে সে-ই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে। যাতে মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিলো, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল।’
মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশে তিনি বলেন, ‘গল্পগুলো অন্য কোনও দিন বলব যদি আল্লাহ চান। এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীর জন্য দুআ করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত