হিংসা থেকে বিএনপি পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালাচ্ছে: আইনমন্ত্রী

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২২, ১৩:৪৫ |  আপডেট  : ১১ মে ২০২৪, ১০:২১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের টাকায় স্বপ্নের পদ্মাসেতু দাঁড়িয়ে যাওয়ায় বিএনপির হিংসা হচ্ছে যা তাদের সহ্য হচ্ছেনা। তাই তারা নানা ধরনের অপপ্রচার করছে।

মূলত দেশের ভাল হোক তারা সেটা চায় না। তারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্ত।  এ সময় মন্ত্রী দেশের মানুষকে এ ধরনের অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান।

শুক্রবার (২৭ মে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর ও চানপুর আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।   তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্প নিয়ে দেশের কোথাও দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত