স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কওমি মাদরাসার সর্বোচ্চ প্রতিনিধিরা
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১২:০৪ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:১২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা।
সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদউদ্দিন খান দুলালও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বৈঠকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন। তার সঙ্গে ছিলেন- হাটহাজারী মাদরাসার মুফতি জসিমউদ্দিন ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।
জানা গেছে, হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন প্রতিনিধিরা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্যও দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বৈঠকে রমজানের পর কওমি মাদরাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্যও দাবি জানিয়েছে তারা।
এর আগে ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়ার সভার অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানোর। সেজন্য তিন সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত