স্কুলে জামায়াতের প্রচারণা, প্রধান শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১২:২২ |  আপডেট  : ৫ নভেম্বর ২০২৫, ১৫:০২

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও দলীয় প্রতীকের নাম মুখস্ত করানোর ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের অপসারণ দাবি করেছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি পেশ করে।

জানা গেছে, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অ্যাসেম্বলির সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আবদুল মতিন ও এমবি বাকেরকে শিক্ষার্থীদের সামনে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের নিজেদের নামের সঙ্গে দলীয় প্রতীকের নাম বারবার উচ্চারণ করে মুখস্ত করান।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানাজানি হলে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সোমবার সকালে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে শিক্ষার্থীরা বিদ্যালয়টিকে রাজনীতিমুক্ত রাখার দাবি জানিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণের আহ্বান জানায়।

তারা জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। পরে প্রাক্তন শিক্ষার্থীরাও বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়। এটি বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যক্তিগত উদ্যোগে ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

অন্যদিকে মাগুরা জেলা জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রার্থীরা বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন। তবে বক্তব্যে কিছু শব্দচয়নে ত্রুটি হয়ে থাকলে তা ভবিষ্যতে এড়িয়ে চলা হবে।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্তে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত