সৌদি আরবের ঈদুল ফিতর সোমবার 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২২:৪১ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫২

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশটির চাঁদ দেখা সংক্রান্ত কমিটিএ তথ্য জানিয়েছে। ফলেদেশটিতে রোববার ঈদ উদযাপিত হচ্ছে না।

রোববার ৩০ রোজা পূর্ণ করে সোমবার সৌদিতে ঈদুল ফিতর অনুষ্ঠিতহবে। রিয়াদের সঙ্গেমিল রেখে কাতার, আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতেও এদিন ঈদুল ফিতর উদযাপনকরা হবে।

শনিবার আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনালঅ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতেচিহ্নিত করতে সক্ষম হয়েছে তারা। যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়ালমাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছর আমিরাতে রোজা শুরুহয় গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনেরঘোষণা দেয় আমিরাত।

বিভিন্ন দেশে করোনা আবারও মাথা চাড়া দিয়ে উঠায়, সামজিকদুরত্ব মেনে, মাস্ক পরে ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের পরামর্শদিয়েছে আবুধাবি কর্তৃপক্ষ।

এর আগে, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেরধর্মীয় পরিষদ জানায়, তাদের দেশে সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপন হবে মঙ্গলবার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত