সীমান্ত স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮ |  আপডেট  : ৫ মে ২০২৫, ০৭:১৩

রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত স্কায়ার মার্কেটের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

আগুন লাগার বিষয়টি  নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা লিমা খানম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সীমান্ত স্কয়ার মার্কেটের বেজমেন্টে ৫টা ২ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পাঁচ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা হতাহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি বলে জানান লিমা খানম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত