সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে এল পি জি বিক্রি হচ্ছে পাকিস্তানে
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৩, ১২:০১ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০৯
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন দেশটির সাধারণ মানুষ। দেখা দিয়েছে এলপিজির ঘাটতি। সহজে পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডারও। এমন দুরবস্থার মুখে অনেককেই প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি ভরে নিয়ে যেতে হচ্ছে।
ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে। ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয়ে যায়, সে জন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভাল্ভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে। সেটির শিরোনামে লেখা, ‘পাকিস্তানে সিলিন্ডারের বদলে প্লাস্টিকের ব্যাগে করে গ্যাসের ব্যবহার বেড়েছে। ব্যাগে গ্যাস ভরা হচ্ছে গ্যাসের পাইপলাইনের সঙ্গে সংযোগ আছে এমন দোকানের ভেতরে। এরপর লোকজন ওই গ্যাস বাড়ির রান্নাঘরে ব্যবহার করছেন।’
এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা আছে। তবে প্রথমেই বলি, এমন কোনো ঘটনা ঘটেছে তা আমি শুনিনি। আর আসল কথা হলো, যদি ওই আশঙ্কার যদি সত্যি হয়, তাহলেও আমাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। কারণ, সিলিন্ডারের অনেক দাম।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত