সিরাজদিখান ফুরশাইলে ২৪ প্রহর ব্যাপী যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ১৮:৪০ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ১৭:০৬

মুন্সিগঞ্জ সিরাজদিখান  ফুরশাইলে ২৪ প্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।  মালখানগর ইউনিয়নের ফুরশাইল  সুবল পোদ্দার বাড়ি শ্রী শ্রী  রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে প্রেম ভক্তি শুদ্ধি বিশ^ শান্তি মানব কল্যান কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে গত ৯ নভেম্বর হতে ১৫ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠ এং ১৬ নভেম্ভর ব্রক্ষমূহুর্ত হতে ১৮ নভেম্বর পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তাড়কব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান ১৯ নভেম্বর অস্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর রবিবার অরুনোদয় লীলা কীর্তন সমাপনান্তে নগর সংকীর্তণ, কুঞ্জভোগ ও জলকেলীর মাধ্যমে ২৪ প্রহর ব্যাপী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনসহ সকল মাঙ্গলীক অনুষ্ঠান শেষ হয়। এ বিষয়ে  ভক্তপদরেনু কৃপাপ্রার্থী সুবল পোদ্দার বলেন, দ্বাপরযুগের অবতার এবং মানব মুক্তির পথ প্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্য লাভের জন্য স্থানীয় ভক্তদের অনুপ্রেরনায় ১৪তম বর্ষ উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আসা দশটি কীর্তনিয়া দল পালাক্রমে একনাম পরিবেশন করছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম সুধা শ্রবণ ও দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠছে হরি মন্দির প্রাঙ্গণ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত