পঞ্চগড়ে কারিগরি শিক্ষা নিয়ে সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ: ২ মে ২০২৪, ১৯:২৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৯
পঞ্চগড়ে যুব কর্মসংস্থান সৃষ্টিতে স্থানীয় কারিগরি ও বৃত্তি মূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে পঞ্চগড় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ ও ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার(২মে) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বাংলাদেশে সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষন কার্যক্রমের একটি সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়লগ ( সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক সেন্টার ফর পলিসি ডাযলগ (সিপিডি) এর ফেলো, অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য সভাপতিত্ব করেন এবং একই সাথে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান ভূইয়া মুক্তা।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, সেন্টার ফোর রিসার্চ ফেলো (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের ফোর গ্রুপ সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বেসরকারী প্রতিষ্ঠান ইএসডিও এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সিনিয়র প্রকল্প কো অর্ডিনেটর (এপিসি) নির্মল মজুমদার, পঞ্চগড়ের জোনাল ম্যানেজার আরিফুল ইসলাম, তেতুঁলিয়া এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার নগেন্দ্র নাথ রায়, পঞ্চগড় সদর শাখার শাখা ব্যবস্থাপক আল মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
কারিগরি শিক্ষার ক্ষেত্রে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল মালেক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছেদুল কবীর, কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।
সংলাপের উপরে পঞ্চগড়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাসনুর রশিদ বাবু , পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, পরস্পর এর নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকী, জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সালেক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, অঙ্গীকার মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মালেকা ইয়াসমিন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত