পঞ্চগড়ে নদী পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

  পঞ্চগড় প্রতিনিধি   

প্রকাশ: ২ মে ২০২৪, ২২:০৮ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১১

পঞ্চগড়ে দখল হয়ে যাওয়া পার নদী পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সারোয়ার মাহমুদ। বৃহস্পতিবার সকালে পাম নদী পরিদর্শন করে নদী পাড়ে বসবাস করা ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। সেই সাথে দখলদারদের স্থাপনা পুকুর অবৈধ বাধ পুকুর স্থাপনাগুলোর তথ্যচিত্র সংগ্রহ করেন।

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আব্দুল কাদের, বোদা উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহরিয়ার নজির, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আশুতোষ বর্মন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব আলী সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সারোয়ার মাহমুদ সাংবাদিকদের জানান, নদীর গতিপথ পরিবর্তন হয়েছে নদীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জীব বৈচিত্রের পরিবেশ রক্ষা এবং নদীর প্রবাহ ঠিক রাখতে তদন্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নে পাম নদী দখলদারদের  বিরুদ্ধে  একটি বেসরকারি টিভি চ্যানেলে  সংবাদ প্রকাশ করা হয়। সিঙ্ক সারোয়ার মাহমুদ চেয়ারম্যান  জাতীয় নদী রক্ষা কমিশন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত