বিক্রমপুরের সন্তান কথাসাহিত্যিক পূরবী বসু’র জীবন সংকটাপন্ন!
প্রকাশ: ২ মে ২০২৪, ২১:৫৪ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩
কথাসাহিত্যিক ছোটগল্পকার আমেরিকার ফ্লোরিডা নিবাসী বিক্রমপুরের সন্তান ডঃ পূরবী বসু গত বুধবার ফ্লোরিডার বাসায় ফোনে কথা বলতে বলতে ব্রেইন স্টোর্কে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় ফ্লোরিডার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
গল্পকার পূরবী বসু একজন বিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী ছিলেন। এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় ও চতুর্থ স্ট্যান্ড করেন যথাক্রমে মানবিক ও বিজ্ঞান বিভাগে।
পূরবী বসু অনন্যা সাহিত্য পুরুস্কার বাংলা একাডেমি পুরুস্কার পান।কথাসাহিত্যিক পূরবী বসুকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন জ্ঞানালোক পদকও প্রদান করে। তার স্বামী একুশে পদক প্রাপ্ত লেখক ষাটের দশকের শক্তিশালী লেখক জ্যোতি প্রকাশ দত্ত।
পূরবী বসু গত বুধবার রাতে স্টোর্কে আক্রান্ত হন। তারঁ পুত্র দীপন ও মেয়ে জয়ীষা দেশ বিদেশের সকলের নিকট মায়ের আরোগ্য লাভের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্হার কোন উন্নতি হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত