সিরাজদিখানে লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন, রাস্তঘাট ফাঁকা
প্রকাশ: ৩ জুলাই ২০২১, ১৬:৪৪ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫০
লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন, রাস্তাঘাট ফাঁকা। মুন্সীগঞ্জের সিরাজদিখান সরকারের লকডাউন কার্যকর করতে তৃতীয় দিনে মুন্সীগঞ্জ প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এসময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়ীতে পাঠিয়ে দিচ্ছে।
আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে কঠোর অবস্থানে মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটরা একাধিক মোবাইল টিম উপজেলা শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে। গণপরিবহণ বিহীন উপজেলা শহরে বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি-নিষেধ সফলভাবে পালিত হচ্ছে।
সিরাজদিখান- ঢাকা-মাওয়া হাইওয়েসহ শহরের বিভিন্ন এলাকায় বিজিবির মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে। রাস্তঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত