সিরাজদিখানে লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন, রাস্তঘাট ফাঁকা  

প্রকাশ : 2021-07-03 16:44:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন, রাস্তঘাট ফাঁকা  

লকডাউনের ৩য় দিনেও কঠোর প্রশাসন, রাস্তাঘাট ফাঁকা। মুন্সীগঞ্জের সিরাজদিখান সরকারের লকডাউন কার্যকর করতে তৃতীয় দিনে মুন্সীগঞ্জ প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। এসময় তারা বিভিন্ন পয়েন্টে গাড়ী চেক পোষ্ট চেক করাসহ অকারণে যারা ঘোরাঘুরি করছে, তাদের বাড়ীতে পাঠিয়ে দিচ্ছে। 

আজ শনিবার (৩ জুলাই) সকাল থেকে কঠোর অবস্থানে মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেটরা একাধিক মোবাইল টিম  উপজেলা শহরের বিভিন্ন অলি গলিতে কাজ করছে। গণপরিবহণ বিহীন উপজেলা শহরে বন্ধ থাকায় কার্যত সরকারের বিধি-নিষেধ সফলভাবে পালিত হচ্ছে। 

সিরাজদিখান- ঢাকা-মাওয়া হাইওয়েসহ শহরের বিভিন্ন এলাকায় বিজিবির মোবাইল টিম শহরের বিভিন্ন পয়েন্টে কাজ করতে দেখা গেছে। রাস্তঘাটে লোকজনের উপস্থিতি আগের তুলনায় অনেক কম।