তিন কলেজ সংঘাত : ন্যাশনাল মেডিকেলে আহত ৩০ শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৯ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়ে ৩০ জন শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর মোল্লা কলেজের সামনে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। আহতরা সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজনের নামপরিচয় পাওয়া গিয়েছে।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. মাহমুদ বলেন, এখন পর্যন্ত আহত হয়ে ৩০ জন এসেছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত