সিরাজদিখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  সিরাজদিখান  (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৮:৪১ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৫, ১৮:০৮

মুন্সীগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজদিকান উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার ও পরে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ শাহেদ আলম মামুন শ্রদ্ধা জানান। 

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব,স্কুল-কলেজ,সাথী সমাজকল্যান সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  

এ উপলক্ষে সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যারয় মাঠে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বক্তব্য রাখেন। পরে কুচকাওয়াজে  অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। 

এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবনদাকারী সিরাজদিখান শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত