সিরাজদিখানে মহানবমীতে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্দির পরিদর্শন

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১১:১৪ | আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০০:২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বুধবার সন্ধ্যায় মহানবমী উপলক্ষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা দুর্গা মন্দির পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি পূজামন্ডপে উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান।
এসময় উপদেষ্টা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনায় সবাইকে মিলেমিশে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পাশাপাশি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইছাপুরা পরিদর্শনকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার ,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল) মোঃ ইব্রাহীম, বিক্রমপুর কুঞ্জ বিহারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক কৃষ্ণ চন্দ্র দাস, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আবু বকর, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন কুমার দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, ইছাপুরা মন্দির পূজা কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র দাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত