সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১৭:৩০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ২১:৩৪
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায়,উপজেলার বালুচর ইউনিয়ন ১.২.৩ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের বেগম বাজার সংলগ্ন নুরুল হক সরকারের বাড়ীর আঙ্গিনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বালুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। বালুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের সঞ্চালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন,আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন মেম্বার সাবেক সদস্য সচিব আনসার মোল্লা,সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন
লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী নুর হোসেন, এছাড়াও উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত