রিশালে জামায়াত প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫০
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল পৌরসভার নওধার পূর্বপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেল। তিনি উপস্থিত জনগণের কাছে তার রাজনৈতিক লক্ষ্য, আদর্শ এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি সৎ নেতৃত্ব, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বাবুল, ত্রিশাল পৌর জামায়াতের সেক্রেটারি এনামূল হক, ত্রিশাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম এবং ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. মাওলানা মতিউর রহমান নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত