মুন্সীগঞ্জে বিপুল পরিমানের মাদক ধ্বংস
লিটন মাহমুদ
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৭
মুন্সীগঞ্জ আদালতের চলমান ৭টি মাদক মামলার বিপুল পরিমানের মাদক ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উত্তর পাশে এসব মাদক ধ্বংস করা হয়। আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলামের উপস্থিতিতে ১০ হাজার ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৯৬ বোতল ফেন্সিডিল, ১৪৩ ক্যান বিয়ার, ১২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও ১০ হাজার ৫৯ পিচ খেলনা টাকা ধ্বংস করা হয়। এসময় ইয়াবা ট্যাবলেট পানিতে ডুবিয়ে, গাঁজা ও খেলনা টাকা আগুনে পুড়িয়ে, বিয়ার, ফেন্সিডিল ও মদ দা দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়।
এসময় সহযোগিতা করেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশীকুর রহমান, কোর্ট পরিদর্শক মো: কামরুল ইসলাম মিঞা, মালখানার দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসআই ইসফাত আরা খানমসহ বিভিন্ন থানার পুলিশের সদস্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত