সিরাজদিখানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

  আকাশ মন্ডল সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৭:০৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

সিরাজদিখানে মধ্যম চম্পকদী যুবসমাজের আয়োজনে  ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার  রাত ৮ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের  মধ্যম চম্পকদী মসজিদ সংলগ্ন খেলার মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলার শুভ উদ্বোধনের আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়৷ এর আগে বিকেলে বিভিন্ন গ্রামীন খেলার আয়োজন করা হয় ৷ ফাইনাল খেলায় ফ্রান্স তেতুলতলা ২-০ সেটে কাঁঠালতলী গ্রিন সিটিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে৷ 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন৷ ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, 

সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী ডাক্তার জাহাঙ্গীর হাওলাদারের সভাপতিত্বে এবং  মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার র্ফোস  এর সাধারণ সম্পাদক মোঃ রাসেল দেওয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন শেখ, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. আমিন শেখ,  সিরাজদিখান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমু সরদার,সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য  মো. জাহিদ হাসান উজ্জ্বল, সদস্য ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আক্কাছ শেখ, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রুহুল শেখ৷ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা৷ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত