সিরাজদিখানে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
আকাশ মন্ডল সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধ
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া ও পূর্ব শিয়ালদী এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম মিলন, সহ-সম্পাদক মাসুম ও রশিদ, মধ্যেপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজি, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মুছা শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত