সিরাজদিখানে কানাডা নেওয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৭ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ০৮:২২

মুন্সীগঞ্জ সিরাজদিখান শুলপুর কানাডায় নেওয়ার কথা বলে মোবাইল ফোনে বন্ধুত্ব করে এক নারীর ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্টিকার ভিসার প্রতারক চক্র। বৃহস্পতিবার সকালে সৌদী আলগাসিম বুরাইদা এলাকায় এই ঘটনা ঘটে। প্রতারণার শিকার ওই নারী শিউলি বটরেরু ছেলে বান্টি বটলেরু রোজারিও সিরাজদিখান থানায় ও সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন। শিউলি বটরেরু মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শুলপুর এলাকার সুকুমার ফ্রান্সিসসের স্ত্রী।

অভিযোগে শিউলি বটলেরু জানান, তিনি দীর্ঘ  ২৫ বছর যাবত সৌদি আরবে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগের হাট বাগমারা নোনা ডাঙ্গাপাড়ার  গ্রামের  প্রতারক রেজাউল করিমের সঙ্গে শিউলি বটরেরুর পরিচয় হয়। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। এক পর্যায়ে প্রতারক রেজাউল করিম শিউরি বটরেরুকে বলে তার কাছে কানাডা যাওয়ার স্টিকার ভিসা আছে আছে কিন্তু তারা ভাল লোক/ মানুষ খোজে না পাওয়ায় স্টিার ভিসা বিক্রি করতে পারছে না। রেজাউল করিমের আইডি কার্ড,বাংলাদেশের আইডি কার্ড বিভিন্ন কথা বিশ্বাস করে শিউলি বটলেরু  নিজে এবং তার এক মাত্র ছেলে বান্টি বটলেরু রোজারিও মাধ্যমে কানাডা প্রবাসী রেজাউল করিমকে বাংলাদেশের বিকাশ নাম্বারে  থেকে কয়েক ধাপে ৫ লাখ টাকাসহ  কানাডার স্টিকার ভিসার জন্য বাগের হাটে পাঠায়। ১৯ এপ্রিল প্রতারক রেজাউল করিমের সাথে ফোনে শেষ বারেরমতন কথা হয় তাদের সঙ্গে মোবাইল ফোনে ও  ২০ তারিখ হতে ২৩ এপ্রিল পর্যন্ত মোবাইল ,ইমু,ম্যাসেন্ঞ্জার সব বন্ধ করে দিয়েছে প্রতারক চক্রের প্রধান হোতা রেজাউল করিম। কোন মাধ্যমেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে  বুধবার শিউলি বটলেরু সিরাজদিখান থানায় ও প্রেসক্লাবে বাগের হাট জেলার নোনাডাঙ্গা গ্রামের রেজাউল করিমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। 

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই মোঃ সাচ্চু মিয়া বলেন, প্রতারক চক্রের কাউকে ছাড় দেওয়া হবে না এ বিষয়ে লিখিত অভিযোগ  হলে তদন্ত করে ব্যববস্থা গ্রহন করা হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত