শ্রীনগর দোহার উপজেলার সীমান্তবর্তী বাঘড়া প্রবাহমান খাল দখল করে বাড়ীর দেয়াল নির্মাণ

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ১৩:০৫

মুন্সীগঞ্জের শ্রীনগর ও ঢাকার দোহার উপজেলার সীমান্তবর্তী বাঘড়া প্রবাহমান খাল দখল করে বাড়ীর দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে উপজেলার বাঘড়া ইউনিয়নের পশ্চিম বাঘড়া এলাকার সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের বিরুদ্ধে খাল দখলে নিয়ে বাড়ীর দেয়াল নির্মাণের এ অভিযোগ উঠে। এব্যাপারে বিভিন্ন পত্রিকায় একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও ফরহাদ শেখ নিজের ক্রয়কৃত সম্পত্তি দাবি করে খালের উপর দেয়াল নির্মাণ কাজ বন্ধ করেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর ও দোহার উপজেলার সীমান্তবর্তী দৃশ্যমান খালটি সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার নাজমুল হুদার বাড়ী সংলগ্ন পদ্মানদী থেকে উৎপত্তি হয়ে শ্রীনগরের পশ্চিম বাঘড়া ও দোহারের বেথুয়া দুই গ্রামের মাঝ বরাবরে বয়ে গিয়ে বরিবরখোলা,খৈরখোলা,বালুরচক ও চিনারখোলা গ্রাম হয়ে আড়িয়াল বিলের অপর খালে সংযোগ হয়। দুই উপজেলার পানি নিষ্কাশনের একমাত্র স্থান। একসময় খালটি দিয়ে বড় বড় ঘাসি, গয়না নৌকাসহ ট্রলার চলাচল করত এবং পদ্মানদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ আড়িয়াল বিলে আসতো। ঐ এলাকার জেলেরা সেই মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। সম্প্রতি দোহারের ভুইয়া বাড়ির পূর্ব পাশে খালটির প্রস্থে প্রায় পুরোটাই দখল করে আরসিসি পিলার দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে। জানা যায় কিছুদিন আগে দেয়াল নির্মাণ শুরু হলে স্থানীয় ভুমি অফিস ও স্থানীয় লোকজন আপত্তি জানালে কিছিদিন দেয়াল নির্মান কাজ বন্ধ রাখেন ফরহাদ শেখগং। পূনরায় কয়েক দিন ধরে ফরহাদ শেখ দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন।

স্থানীয়রা জানান, দৃশ্যমান এই খালটি কিভাবে দখল করে দেয়াল নির্মাণ করছেন ফরহাদ শেখ। একাধিকবার ভুমি অফিস থেকে বাধাও দেয়া হয়েছে।  এই খালটি দেয়াল নির্মাণের কারণে একেবারেই পানি প্রবাহ পথ বন্ধ হয়ে গেছে। এব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

দেয়াল নির্মাণকারী সৌদি আরব প্রবাসী ফরহাদ শেখের জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে দেয়াল নির্মান করছি। এখানে নক গলাতে আপনাদের আসতে বলেছে? যান আপনারা ভুমি অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখেন।

সহকারী কমিশনার(ভুমি) অফিসের কাননগো হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে খালটি সরেজমিনে মাপঝোগ করে আসছি। কিন্ত দেয়াল নির্মাণের স্থানে কোন খাল নেই এখানে জমির শ্রেণী হালট লেখা। খাল আরো পশ্চিম দিকে যেখান দিয়ে পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। খাল উদ্ধার না করে প্রবাহমান খালের উপর দেয়াল নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান এবিষয়ে একটু  ইউএনও স্যারের কথা বলেন জেনে নিন।

শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত