থানায় লিখিত অভিযোগ  দায়ের

শিবগঞ্জে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী গুরুতর আহত

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪২

বগুড়া শিবগঞ্জে পাষন্ড স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রী গুরতর আহত।
রবিবার উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী ব্র্যাক অফিস চত্বরে ঘটনাটি ঘটেছে। যৌতুকের টাকা না পেয়ে এবং ব্র্যাক অফিস থেকে ঋণ তুলে না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানাযায়। এব্যাপারে  মঙ্গলবার শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ  দায়ের করেছে আহতর ভাই। আহত মোসলেমা শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের চককানু হরিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মোসলেমা খাতুন (৩৫) এর সাথে পার্শ্ববর্তী পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের ছামছুল হকের ছেলে আনোয়ার হোসেনের সাথে গত ২০১১ সালে বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী আনোয়ার নানা অজুহাতে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে। এর মধ্যে ব্যবসার কথা বলে ৩ লাখ টাকা স্ত্রী মোসলেমা তার বাবার কাছ থেকে নিয়ে স্বামীকে দেয়। সেই টাকা শেষ হওয়ার পর আবারও ২ লাখ টাকার জন্য স্ত্রীকে বাপের বাড়ী পাঠিয়ে দেয়। কিন্তু টাকা না পেয়ে গত রবিবার স্বামী কৌশলে উপজেলা ব্র্যাক অফিসে তার স্ত্রীকে আসতে বলে। সেখানে তার স্ত্রীকে ব্র্যাক অফিস থেকে ঋণ নেওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায় স্বামীর কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে স্ত্রী মোসলেমার মাথায় কোপ মারে। এতে স্ত্রী মোসলেমা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ হাসপাতালে এবং সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেকে ভর্তী করে দেয়। বর্তমানে তার অবস্থা আশংখা জনক।

এ ব্যাপারে মোসলেমার ভাই মতিউর রহমান বলেন, বিয়ের পর থেকে আমার বোনের স্বামী আমার বোনকে বিভিন্ন কারণে অকারণে মারপিট করতো। ঘটনার দিন কৌশলে আমার বোনকে ডেকে এনে এ ঘটনা ঘটায়।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত