সিরাজদিখানে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিসের জন্য জমি দান

  লতা মন্ডল

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪২ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭

সিরাজদিখানে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিসের জন্য ৪০শতাংশ জমি দান করেছেন বাসাইল ইউনিয়ন ব্রজের হাটী গ্রামের মৃত এস এম হাবিবুল্লার চার ছেলে ও দুই মেয়ে। কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিসের নির্মাণের জন্য এস এম রেজাউল করিম,এস এম ওমর ফারুখ,এস এম নাছির উল্লা,এস এম ওসমান,ওম্মে হাবিবা,ওম্মে ফাতেমা সম্মিলিত ভাবে তাদের পৈত্রিক জায়গা হতে ব্রজের হাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ২৮ শতাংশ,কমিউটি ক্লিনিকের জন্য ৮ শতাংশ,পোস্ট অফিসের জন্য ৪ শতাংশ জমি সাবকরলা দলির করে দিয়েছেন। বর্তমানে ওই ৪০ শতাংশ জমির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকার বেশী।

 সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি ইন্সপেক্টর ইনর্চাজ দিনেশ চন্দ্র মন্ডল জানিয়েছেন যে, এস এম হাবিবুল্লা এবং তার পরিবারের এই অনুদান এলাকার মানুষ ও সম্প্রদায়ের মধ্যে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি দুর্দান্ত উদাহরণ। এস এম রেজাউল করিমের সাহায্য ছাড়া, তাদের মূল্যবান জমি ছাড়া এই স্বপ্নের কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিসের বাস্তবায়নর করা কঠিন হতো। আজ শনিবার দুপুরে উপজেরার ব্রজের হাটী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে সংশ্লিস্ট দপ্তরের প্রতিনিধিদের নিকট স্ব স্ব জায়গার সীমনিা পিলার পুতে কর্মকর্তাদের কাছে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মোরাদ হোসেন,এস এম আতিকুল্লাহ, ইন্সপেক্টর ইনর্চাজ দিনেশ চন্দ্র মন্ডল দীনেশ চন্দ্র মন্ডল, বাসাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আইরীন পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ বিল্লাল হোসেন,শেখ বোরহান উদ্দিন, স্বাস্থ্য সহকারী মোঃ সোহরাব হোসেন, বীর মুক্তি যোদ্ধা আব্দুল হালিম,মোঃ দীন ইসলাম, হিমাংশু মন্ডল,শিউলী আক্তার প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত