সিরাজদিখানে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের লিফলেট বিতরণ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৩২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:০৭
মুন্সীগঞ্জ সিরাজদিখানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার সকাল সারে ১০ টায় সিরাজদিখান নিমতলা বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে সিরাজদিখানের গুরুত্বপূর্ণ সড়কে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির রাসেল আহম্মেদ, এ্যাডভোকেট মোঃ মারুফ হাসান মন্টি,ডাঃ আল মাহবুবু রবিন,ইঞ্জিনিয়ার সালমান সাদ্দি,আলী নেওয়াজ উজ্জল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজদিখান শাখার জাকারিয়া আহম্মেদ সাদ.মোঃ বাবুল হোসেন,,শিহাব আহম্মেদ,নাইম,ইয়ামিন প্রমুখ।
লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাসেল আহম্মেদ, এ্যাডভোকেট মোঃ মারুফ হাসান মন্টি বলেন, ফ্যাসিবাদের সংবিধান আমরা মানি না। এটাকে পরিবর্তন করে জুলাই বিপ্লবের চাহিদা অনুযায়ী সংবিধান তৈরি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে দেশে গনতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত