সহযোগিতা-সহমর্মিতায় ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৩ মে ২০২২, ১৩:১৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৭

সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৩ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ন- গোত্র,জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নিই।

তিনি আরও বলেন, আসুন, মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আাঁধার দূর করি।  সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে,সমাজ ও দেশকে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বর্হিশিখায় জেগে উঠু্ক প্রতিটি মানবহৃদয়।

তিনি বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ ইনশাআল্লাহ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত