সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

  গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৯:১৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:০৭

ইউনিয়ন পরিষদের করে দেওয়া দীর্ঘ দিনের চলাচলের কাঁচা রাস্তর দখল করে সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামের বৃন্দার টেক নামক এলাকা এঘটনা ঘটে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামের মৃত রুছমত আলীর ছেলে মোস্তাক আহম্মেদ । জৈনা টু কাওরাইদ সড়কের পশ্চিম সোনাব থেকে সংযোগ হয়ে শ্রীপুর যাওয়ার এক মাত্র কাচাঁ রাস্তার মাঝ বরাবর ইট দিয়ে সিমানা প্রাচীন নির্মাণ করছেন। এত করে ওই এলাকার মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, আমাদের জায়গায় দেয়াল নির্মাণ করছি, নিয়মের মধ্যেই আছি। কোন অনিয়ম করিনি। ত্রিশ বছর আগে এই রাস্তাটি আমি নিজে উদ্যোগ নিয়ে এনেছি মানুষ চলাচলের জন্য। রাস্তার উভয় পাশে আমার নিজের জমি,আমার জমিনের মধ্যেই সিমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে ইউনিয়ন পরিষদ যখন রাস্তা পাকা করবে তখন আমার পশ্চিম পাশ দিয়ে রাস্তা দিয়ে দিব এবং ১৬ ফিট রাস্তার জায়গা রেখেই আমি সিমানা প্রাচীর নির্মাণ করতেছি।  

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ করার কারনে এলাকার মানুষের চলাচলের সমস্যার সৃষ্টি হয়েছে। রাস্তার পাশে কোন জায়গা না রেখেই দেয়াল নির্মাণ করছে। কিন্তু রহস্যজনক কারণে এলাকাবাসী কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

এবিষয়ে কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারকে একাদিক বার ফোন কল করলেও রিসিপ না করার কারনে প্রতিবেদনে তাদের কোন বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত