সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তিকর ছবি শেয়ার করায় আ.লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯ | আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৪২

মাদারীপুরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপমান জনক একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার ভূরঘাটা এলাকা তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
বৃহস্পতিবার সকালে (২৪ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ওসি এহতেশামুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে। ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি 'আওয়ামী লীগ মিডিয়া' নামে একটি ফেসবুক পেইজ থেকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়েছে। যে ছবিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করছেন। এমন মিথ্যা, বিভ্রান্তিমূলক ও অপমান জনক ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ দেলোয়ার। এসময় পোস্টটি মুহুর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে ডাসার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সরদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত