শ্রীনগরে শীতার্তদের মাঝে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সপুর কম্বল বিতরণ

  মোঃ নজরুল ইসলাম (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:৫৮

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।  বুধবার বিকেল ৪টায় উপজেলার ভাগ্যকুল হাইস্কুল মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়ার আয়োজনে দোয়া মোনাজাত শেষে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম।

উপজেলা শ্রমিক দলের সাঃ সম্পাদক শফিক ভুইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল,সিনিঃ সহ-সভাপতি আলম বেপারী, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা,নারী ও শিশু ফোরামের জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ, রিমন হোসেন, কোতয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ জজ, শ্রীনগর কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহম্মেদ টিপু,সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজ সাবেক ক্রীড়া সম্পাদক আবির টুটুল, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের ভার প্রাপ্ত সভাপতি ফয়সাল আলী, ইউনিয়ন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন খানসহ অনেকেই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত