শ্রীনগরে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশ: ১ মে ২০২২, ০৮:৪১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩:৩৭
শ্রীনগর উপজেলা যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উপজেলা যুবলীগ নেতা ফিরোজ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন , এ সময় আর বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ষোলঘর ইউ পি চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজিজুল ইসলাম । কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাব্লু , জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহাম্মেদ খান , জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম আহাম্মদ ভুইয়া, আবুল কালাম আজাদ ডালু, জি এস নাজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর হোসেন, ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন প্রমুখ। ইফতারের পূর্ব মূহুর্তে দোয় চেয়ে মুনাজাত করেন শ্রীনগর বাজার জামে মসজিদের ইমাম রেজাউল বারী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত