শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাট বন্ধ করা যাচ্ছে না

  নজরুল ইসলাম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৮:৪১ |  আপডেট  : ৪ এপ্রিল ২০২৫, ১৭:০৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাট কোন ভাবেই বন্ধ হচ্ছে  না।  দিন দিনশেষ হয়ে  যাচ্ছে দু-ফসলী ও তিন-ফসলী কৃষিজমি। বাদ যাচ্ছে না খাল,নাল,ডোবা ও পুকুর। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকায় পদ্মানদীর অংশে ড্রেজার স্থাপন করে পদ্মানদী থেকে কাটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে প্রায় তিন কিলোমিটার জুড়ে বিভিন্ন কৃষিজমির উপর দিয়ে পাইপ টেনে এনে শ্রীনগর দোহার আন্তঃ সড়কের  উত্তর পাশে দামলা টাওয়ার সংলগ্ন প্রায় তিন একর  কৃষিজমি ভরাট করা হচ্ছে।  দীর্ঘদিন যাবৎ এসব ভরাট কর্মযজ্ঞ চালাচ্ছেন রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকন ও দামলা এলাকার বিপ্লব। গত ৩ বছর যাবৎ ড্রেজার দিয়ে রাঢ়ীখাল, দামলা, হাতারপাড়া, কবুতরখোলা, প্রাণীমন্ডল, মাইজপাড়া ও মনিমন্ডল মৌজার অধিকাংশ কৃষিজমি ভরাট করেছেন এই ড্রেজার রোকন সেন্ডিকেট।

স্থানীয় কৃষকরা জানান, যেভাবে আমাদের কৃষিজমি ভরাট করা হচ্ছে। তাতে আর কিছু দিন  পরে আমাদের এলাকায় চাষাবাদের জন্য কোন কৃষি জমিই থাকবে না। প্রশাসনের দিক থেকে একাধিকবার ড্রেজার অপসারণ করা হলেও পুনরায় তারা ভরাট কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

ড্রেজার দিয়ে অবৈধভাবে কৃষিজমি ভরাটের বিষয়ে ছাত্রলীগ নেতা ড্রেজার ব্যবসায়ী রোকনের  কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন , আপনারা চেষ্টা করে পারলেন নাতো আমার ড্রেজার বন্ধ করতে।  ড্রেজারতো ঠিকই চালাচ্ছি।এব্যাপারে সহকারী কমিশনার(ভুমি) মোঃ জুবায়ের হাবিব বলেন, এখনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত