শ্রীনগরে আলোচনা সভা ও ছাত্র সমাবেশে এম পি প্রার্থী ফরহাদ হোসেন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাসুরগাঁও ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
শ্রীনগর উপজেলা ও শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি এবং মুন্সীগঞ্জ ১ আসনের এম পি প্রার্থী ফরহাদ হোসেন।
শ্রীনগর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সায়মন হোসেন, পাটাভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ডিকু হোসেন, শ্রীনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমীন, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক জনি, শ্রমিক দলের সভাপতি শফিক মোরল, স্বেচ্ছাসেবক দল নেতা রিদয় মোরল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
কা/আ গ্রামনগর বার্তা
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত