আদমদীঘিতে জামায়াতে ইসলমীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪২ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচন সহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলার শাখার কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনূছ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর তরিকুল ইসলাম, সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানী, জামায়াত নেতা মাওঃ আব্দুর জোব্বার, মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ এমদাদুল হক, অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, ইদ্রিস আলী, রশিদুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, সেক্রেটারী ফরিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাকিব রায়হান, সেক্রেটারী আব্দুস সালাম প্রমূখ। সমাবেশে বক্তারা জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচন সহ ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোড় দাবী জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত