শ্রমের মূল্য

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১ মে ২০২২, ১২:২৪ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ২২:৩২

এম হাবীবুল্লাহ 
----------------------


তোমার শ্রমে উঠছে দালান
ঘুরছে কলের চাকা
দিন বদলের খেলায় শুধু
তোমার কপাল ফাঁকা।

খেটে মরো সারাটা দিন
পাওনা শ্রমের মূল্য
ধনী কিংবা জ্ঞানীর সাথে
হয় না তোমার তুল্য!

অবহেলার পাত্র হয়ে
কাটে সারা বেলা
জুটবে কবে তোমার ভালে
অসীম সুখের ভেলা।

অধিকারের বার্তা নিয়ে
আসে শ্রমিক দিবস
থাকবে কি গো সারা জীবন
বদন তোমার বিরস?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত