শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্টে অন্ধকারে চলে গেলেন লাইটম্যান সবুজ
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১৪:৪৭ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৬:৫২
গত সপ্তাহে নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি নাটকের শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন লাইটম্যান সবুজ। এরপর গত ৬ দিন ধরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।মঙ্গলবার (১২ এপ্রিল) তার জীবনের আলো নিভে গেল।
লাইটম্যান সবুজের মৃত্যুর তথ্যটি একাধিক অভিনয়শিল্পী নিশ্চিত করেছেন। সবুজ আহত হওয়ার পর থেকেই সেসব শিল্পী তার খবর রাখছিলেন।
শোক প্রকাশ করে সামাজিক মাধ্যমে অভিনেতা রাশেদ মামুন অপু লেখেন, ‘আমাদের আলোকিত করতে গিয়ে নিজেই অন্ধকারে চলে গেলেন সবুজ। আমাদের লাইটের সবুজ। ’
গত ৬ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে ‘প্রথম প্রথম প্রেম’ নাটকের সেটে। চয়নিকা চৌধুরী জানান, সবুজের শরীরের ৩৩ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা আর হলো না।
এই নির্মাতা বলেন, ‘একেবারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা। আমাদের শুটিং হাউজের কারেন্ট বন্ধ ছিল। সে (সবুজ) বোর্ড ঠিক করতে গিয়ে জাস্ট বোর্ডটা রাস্তার তারের ওপর পড়লো, আর সে গিয়ে হাতটা দিলো। সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা। আমার বেশি খারাপ লাগছে তার বাবা ও মায়ের কথা ভেবে। সবুজ তাদের একমাত্র সন্তান। ’
এদিকে লাইটম্যান সবুজের মৃত্যুতে নাটক পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কয়েকটি নাটকের সেটে সম্মান জানাতে শুটিং থামিয়ে নীরবতা পালন করা হয়।
জানা যায়, বিকালের মধ্যেই এই লাইটম্যানের জানাজা ও দাফনের সিদ্ধান্ত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত