শিবগঞ্জে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১৯:৪২ |  আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৩

“বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত  দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণী” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দেশব্যাপী উদযাপন অনুষ্ঠান  উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিন বাপী উন্নয়ন  মেলা শনিবার  উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়। সকাল ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল এর স ালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শিক্ষা অফিসার সারওয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার আল-মুজাহিদ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান সহ উপজেলা সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ । আলোচনা সভা অনুষ্ঠিত বক্তরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং উপজেলার উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন করেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত