শিবগঞ্জে সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ২০:১২ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪২
বগুড়ার শিবগঞ্জে কিচক ইউনিয়ন পরিষদ সদস্য সাংবাদিক ফারুক হোসাইনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইফতার পূর্ব সময়ে শিবগঞ্জ পৌর এলাকার পোস্ট অফিস সংলগ্ন ফুড গ্যালারী চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নুরন্নবী রহমানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সোহেল আক্তার মিঠু।
সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিচক ইউপি সদস্য সাংবাদিক ফারুক হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক জিএম মিজান, কামরুল হাসান, মাইদুল ইসলাম রকেট, শাহজাহান আলী, এমদাদুল হক, শেখর চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইমরানুল হক, গোলজার রহমান, মিজানুর রহমান, উৎপল কুমার মোহন্ত, সাজু মিয়া, আব্দুর রহিম, রাব্বী হাসান সুমন, মহসিন আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত