শিবগঞ্জে শয়নকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১৩:৩৫ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪১
বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে তাদের বসতবাড়ীর ২য় তলায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে।
ওই শিক্ষার্থীর নাম নীরব হাসান (১৬)। সে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তার ছেলে এবং শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
নীরবের মা নারজু বেগম বলেন, তিন সন্তানের মধ্যে নিরব একমাত্র ছেলে সন্তান। আমি বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ১টার দিকে বাড়িতে এসে দেখি নীরব ফ্যানের সাথে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী বাহির থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাড়ির ভিতরে কেউ ছিলো না।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, প্রাথমিকভাবে নীরবের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিকেলে নীরবের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত