শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশ: ১৯ মে ২০২২, ১৯:০৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর খেলা উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার দূপূরে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আজাহার আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.তারক নাথ কুন্ডু, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, সাহাবুদ্দিন শিবলী, সাজু মিয়া প্রমুখ। উদ্বোধনী খেলা আটমুল ইউনিয়ন একাদশ বনাম ময়দানহাট্টা ইউনিয়ন একাদশ অংশ নেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত