শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে সংখ্যালুূঘু পরিবারে হামলা, আটক ৬

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ০৫:৫৪

বগুড়া শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালুঘু পরিবারের বসতবাড়িতে হামলা- ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বাজার এলাকায় অবস্থিত পরমান্দপুর গ্রামের সুইট এর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ১৮ জনের নামে মামলা করে সুইট। পরে রাতেই বিশেষ অভিযানে ছয় জনকে গ্রেফতার করে থানা পুলিশ। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ - সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম।
সরেজমিনে গিয়ে ও থানার অভিযোগ সূত্রে জানা যায় পাঁচ মাস পৃর্বে আটমুল ইউনিয়নেের কুড়াহার গ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুর রহিম, শাহজাহান আলীর ছেলে সিহাব উদ্দিন, সাজু মিয়া, বাদলাদিঘী গ্রামের লোকমান আলীর ছেলে আবুল কালাম মিলে সরকারি খাস পুকুরের কিছু অংশ নিজেদের দাবি করে মাটি দিয়ে ভরাট করার উদ্যোগ নেয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে আটমূল ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের মাধ্যমে পুকুরে মাটি ভরাট করতে বাধা প্রদান করেন এবং ঐ সময় কেউ যেন পুকুরে মাটি ভরাট করতে না পারে, সেজন্য তহশিলদার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উক্ত স্থানে লাল পতাকা উড়িয়ে সীমানা নির্ধারণ করতে বলেন। ৫ মাস পর আবারো আব্দুর রহিমরা গত বৃহস্পতিবার ও শুক্রবার পুকুরে মাটি দিয়ে ভরাট করতে থাকে। এ বিষয় নিয়ে গতকাল শুক্রবার পরমান্দপুর গ্রামে নিপুণ কুমার থানায় ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিলে সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে মাটি ভরাট কাজে বাধা দিলে সহকারি কমিশনার (ভূমি) ও থানা পুলিশের সঙ্গে বাকবিন্ডতায় জড়িয়ে পড়ে মাটি ভরাটকারীরা। এ সময় সহকারী কমিশনারের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর একদল দুষ্কৃতকারী দুপুরে পরমান্দপুর গ্রামের সুইট কুমার ও নিপুণ কুমারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় । এ সময় হামলাকারীরা সুইটের বাড়ির সামনে খড়ের পালায় অগ্নি সংযোগ করে। খরব পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এব্যাপারে আটমূল ইউনিয়নের তহশিলদার সেলিম রেজা বলেন, উক্ত পুকুরে সরকারি ১শত ৪৪ শতক জমি খাস রয়েছে একারনে মাটি ভরাট করতে বাধা দেওয়া হয়েছে। হামলার শিকার সুইট বলেন আব্দুর রহিমদের ১৫ শতক জায়গা পুকুরের মাঝে রয়েছে। তারা জোরপূর্বক আমাদের এবং সরকারি জায়গা দখলের চেষ্টা করছে। এব্যাপারে আব্দুর রহিম বলেন, আমাদের ক্রয়কৃত অংশেই মাটি ভরাটের কাজ করছি। তবে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাহা সঠিক নয়।
এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, ফসলি জমি থেকে অনুমোদনহীন মাটি কেটে সেই মাটি দিয়ে সরকারি খাস পুকুরে ভরাট করার চেষ্টা করলে আমরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাক্টর আটক করি। এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, বর্তামানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। হামলার ১৮:জনের নামে থানায় মামলা হয়েছে। রাতেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত