শিবগঞ্জে উৎপাদিত বাঁধাকপি ফসলের GAP প্রটৌকলের প্রচার- প্রচারণা অনুষ্ঠান
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০০
বগুড়া শিবগঞ্জে বাংলাদেশ GAP প্রোটোকল অনুসারে উৎপাদিত বাধাঁকপি ফসলের প্রচার-প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার ( ১৩ ডিসেম্বর) সকালে মোকামতলা ইউনিয়নের আমজানি গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ( বিএআরআই) গাজীপুর, সবজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাড. মো. উবায়দুল্লাহ কায়ছার। উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া এর প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার হায়দার, APD, APCU-PARTNER, BARC এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সবজি বিভাগ ড. মো. মাহবুবার রহমান সেলীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বগুড়া এর উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। এ সময় বক্তারা GAP প্রটোকলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সবজির সর্বোচ্চ প্রবেশাধিকার উপর গুরুত্ব আরোপ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত