উন্নয়নের প্রতীক শাপলাকলি
কাউনিয়ায় প্রচার প্রাচারনায় ব্যাস্ত এনসিপি সদস্য সচিব আখতার হোসেন
সারওয়ার আলম মুকুল
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬
শাপলাকলির পক্ষে ‘ডোর টু ডোর’ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছ) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ও দলের সদস্যসচিব মোঃ আখতার হোসেন। তিনি হাটে ঘাটে মাঠে সাধারন মানুষের সাথে মতবিনিময় করে বলছেন দেশের মানুষের আস্থার প্রতীক শাপলাকলি। উন্নয়নের প্রতীক শাপলাকলি।
কাউনিয়া রেলগেট সুফিয়া ফিলিং স্টেশনে জলপাই বিক্রেতা ও শ্রমিকদের সাথে মতবিনিময় কালে বলেন স্বৈরাচারের পতন ঘটাতে ১৪শত মানুষ প্রাণ দিয়েছে, শাতশত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের ঋণ পরিশোধের সময় এসছে। বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শাপলাকলি তথা এনসিপি কে বিজয়ী করুন। এনসিপি বিজয়ী হলে সন্ত্রাস, মাদক ও দূর্নীতিমুক্ত কাউনিয়া-পীরগাছা তথা রংপুর উপহার দিবো। চলমান প্রচার-প্রচারণার অংশ হিসেবে কাউনিয়া উপজেলার হলদীবাড়ি রেলগেট, তকিপলবাজার, রেল বাজার, বালিকা বিদ্যালয় মোড় সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ কালে আকতার হোসেন এসব কথা বলেন। গণসংযোগ কালে তার সাথে ছিলেন কাউনিয়া উপজেলা এনসিপি সমন্বয়ক সাইদুর রহমান, টেপামধুপুর ইউনিয়ন এনসিপি নেতা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন নেতা কর্মী। বিগত একমাস থেকে এনসিপি প্রার্থী আখতার হোসেন কখনো কাউনিয়া-পীরগাছা উপজেলায় দোকানে দোকানে, আবার কখনো বিভিন্ন পাড়া মহল্লার, হাটে,ঘাটে মাঠে, ঘরে ঘরে শাপলাকলি প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এসময় ভোটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত