মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত

পঞ্চগড়ে কনকনে শীত তাপমাত্রার পারদ এখন এক ডিজিটে

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

দেশের সর্ব উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ে গত দুইদিন ধরে তাপমাত্রার পারদ এক ডিজিটে  ওঠানামা করছে। তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শনিবার (১৩ডিসেম্বর) সকাল ছয়  ও সকাল নয়টায় এ দুই সময় একই তাপমাত্রা রেকর্ড করেছে। দুই সময় সর্ব নি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

তবে বাতাসের আদ্রতা দুই রকম। সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিল শতকরা ১০০ ভাগ। সেটি সকাল নয়টায় আসে ৮৭ শতাংশ।এদিকে শুক্ররবার (১২ডিসেম্বর) সকাল নয়টায় সবনি¤œ তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ছয়টার  তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস  থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলিসিয়াস।তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস  সূত্রে জানা যায়, এখন বৃষ্টিপাতের  কোন সম্ভবনা নাই। মৃদু শৈত্য প্রবাহ চলছে। যেহেতু দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ এর ঘরে থাকছে, ফলে দিনে রোদ থাকবে।

এ বিষয়ে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে। তবে ডিসেম্বরের শেষ ভাগে এবং আগামী বছরের জানুয়ারীর প্রথম সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবারে সম্ভবনা রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত